৫ টাকায় আনলিমিটেড ইন্টারনেট!

এখন থেকে প্রতিদিন আইলিমিটেড ইন্টারনেট চালানো যাবে মাত্র  পাঁচ(৫) টাকায়!আপনি ভূল কিছু পড়েন নি, ঠিক এমনই এক পদ্বতি তৈরি করেছে সামিয়া তাহসিন ও ওমরান জামাল নামোর  বাংলাদেশর দুই তরুণ-তরুণী।

      আরো পড়ুন AMOLED,SUPER AMOLED,LCD,LED,QLED ডিসপ্লে কি? কোনটি ভালো?

কিভাবে আইডিয়া আসলো?

ওয়াইফাই এ সমস্যা থাকায় একদিন  সামিয়া ক্লাস রিলেটেড জরুরী লিংক ওপেন করতে ঝামেলায় পড়ে।মোবাইলেও ভালো ইন্টারনেট পাচ্ছিল না সামিয়া,তখন ওয়াইফাই নেটওয়ার্ক শেয়া করার আইডিয়াটা সামিয়ার মাথায় আসে।ঠিক তখনই সামিয়া তার আইডিয়াটা জামাল কে জানায় তারপর দুজনে মিলে ‘বন্টন কানেক্ট’ নামের দারুণ আইডিয়ার সূচনা করে।

কিভাবে কাজ করে বন্টন কানেক্ট?

বন্টন কানেক্ট মূলত একটি অ্যাপ। এ অ্যাপটি ব্যবহার করে যে কেউ তাদের ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার করতে পারবে।বন্টন মূলত একটি মাধ্যম যেখানে এসে যার কম টাকায় ইন্টারনেট প্রয়োজন, সে কম টাকায় নেট পাবে আর সেবাদানকারী প্রতিস্ঠান তাদের ব্রান্ডইউথ বন্টন অ্যাপে শেয়ার করবে।

এই অ্যাপ দিয়ে একজন ইন্টারনেট ব্যবহারকরী প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেট পারেন মাত্র ৫ টাকা ব্যয় করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url