কম দামে ৫জি এবং ৬৪ ম্যাগাপিস্কেলের নতুন ফোন আনছে অপো

 অপো আনছে ৬৫ মেগাপিস্কেলের নতুন  মিড রেঞ্জ ফোন। ২০২০ সাল শেষ হতে আরো কয়েক মাস বাকি থাকলেও এরি মধ্য আগামী বছরে আসা ওপো ফোনের কনফিগারেশন লিক হয়েছে। লিক হওয়া তথ্য অনুয়ায়ী  আপো ২০২১ সালে বাজের আনতে যাচ্ছে নতুন একটি মিড রেঞ্জ ফোন।

অপো। 

    ১।এটাই প্রথম ৫জি সার্পোটেড  মিড-রেঞ্জ ফোন।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো'র এক লিক থেকে জানা যায় এই ফোনটির খবর।

উইবোতে লিক হওয়া একটি স্প্রেডশিট থেকে পাওয়া তথ্যানুযায়ী  অপো  এই ফোনটি বাজারে ছাড়বে অপো রেনো৫ মডেল।

 ফোনটির প্রধান আকর্ষণ 

 অ্যান্ড্রয়েড ১১ রান  হওয়া ফোনটিতে ব্যবাহার করা হবে ৬৪ মেগাপিস্কেল ক্যামেরা এবং ফোনটিতে ফাসস্ট চার্যিংয়ের জন্য ব্যাবহার করা বে  ৬৫ ওয়াটের সুপার ফাস্ট চার্যার।

TENAA সার্টিফিকেট(ক্রেডিট:জিএসএমএরেনা)


লিক হওয়া স্প্রেডশিটে দেখা যাচ্ছে দুটি মডেল  (PEGMOO এবং PEGTOO) বাণিজ্যিক তৈরি কারার অনুমতি পেয়েছে।কিন্তু দুটি মডেল অনুমতি পেলেও  ডিভাইস দুটির কনফিগারেশন একই।এ থেকে ধারণা পাওয়া যায় একটি ফোনের দুটি ভার্সণ বাজারে আনবে অপো।

বডি মেজারমেন্ট

১৫৯.১মিলিX৭৩.৫মিলিX৭.৯মিলি ডাইমেন্সনের ফোটিতে থাকেছে ৬.৪৩ ইঞ্চির ডিস্পেলে।আরো থাকছে লিথায়াম আয়নে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

 পড়ুন ব্যাটারি কোনটা ভালো? লিথিয়াম আয়ন না লিথিয়াম পলিমার?

আরো কিছু তথ্য

এদিকে অন্য একটি লিক থেকে বলা হচ্ছে ফোনটিতে ব্যাবহার করা হবে ৬.৪৩ ইঞ্চির ৬০ হার্জ রিফ্রেশরেটের ওএলইডি স্ক্রিন। এবং সিপিইউ তে থাকছে ২.৪ গিগাহার্জের প্রসেসর। 

লিকার ধারণা করছেন ফোনটিতে আরো ব্যাবহার করা হতে পারে ‘মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০ইউ ৫জি সার্পোটেড চিপসেট।

দেখা যাক কি থাকছে ক্যামেরা সেকশনে

৬৪ মেগাপিস্কেল মূল ক্যামেরার সাথে থাকছে ৮ মেগাপিস্কেল আল্ট্রাওয়াইড শুটার ক্যামেরা এবং সাথে আরো ২ মেগাপিস্কেলেরর দুটি ক্যামেরা(লিকারের মতে এরা সাহায্যকারী ক্যামেরা।)

যদি অপো রেনো৫ আসলেই বাজারে আসে তবে রেনো৫ ই হতে পারে অপোর প্রথম অ্যান্ড্রয়েড ১১ওস এ রান হওয়া ফোন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url