একেবারে নতুন চমক নিয়ে বাজারে আসতে যাচ্ছে Blackberry.

মোবাইল ফোন ব্যাবহার ব্যাবহারকারিরা প্রায় ভুলেই গিয়েছিল  গত দশকের নজর কারে সব ফিচার ফোনের জায়ান্ট  Blackberry কথা।

      

বাজারে ব্ল্যাকব্রেরী সর্বশেষ যে ফোনটি নিয়ে এসেছিল 

সেটি রিলিজ হয় ২০১৮ সালের আগস্টে (

BlackBerry KEYone) 

 ব্ল্যাকব্রেরী  মানেই কিছু নিত্য নতুন ফিচার, কোম্পানিটি তাদের লিগ্যাসি ধরে রেখে এবার ও একটি চমক নিয়ে বাজারে আসতে যাচ্ছে।

ববহারকারীরা ধরেই নিয়েছিল হারিয়ে গেছে ব্ল্যাকব্রেরী, কিন্ত কিভাবে নতুন করে ফিরে আসা যায় কোম্পানি তা আবার দিখিয়ে দিল।

 
 নতুনন ফোনের সম্পর্ণ কনফিগারেশন ব্ল্যাকব্রেরী  প্রকাশ না করলেও 

রিলিজ হওয়া ফোনটা যে দেখতে আনেকটা BlackBerry KEYone এর মতই তবে ফোনটা হবে 5G সার্পোটেড। সাথে থাকছে সেই QWERTY ফিজিকাল Keyboard.নতুন অনেক ইউজার ইন্টারফেস। একথা নিশ্চিত।

     ফোনটা দেখতে অনেকটা এরকমই হবে।

Next Post
No Comment
Add Comment
comment url