১ ঘন্টায় চার্জ হবে নতুন পকোফোন

সর্বশেষ Leaks থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ৭ ই সেপ্টেম্বর রিলিজ হতে যাচ্ছে "৩৩ ওয়াটের " ফাস্ট চার্জিং সার্পোটেড নতুন পকো ফোন ( Poco X3 NFC)।

ফোনটি ৩৩ ওয়াটের ফস্ট চার্জার সার্পোট করে কি না তা নিয়ে পরীক্ষা চালিয়েছে জার্মানির প্রযুক্তি বিষয়ক গবেষণা ও লাইসেন্স প্রদান কারী প্রতিস্ঠান  German certification agency TUV. তাদের করা পরীক্ষার  ফোনটি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।



বাজারে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি যাদের মডেল নাম্বার হলো : M2007J20CG ,  M2007J20CT।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 mAh ব্যাটারি যা ১০০% চার্জ করতে সময় লাগবে মাত্র ৬৫ মিনিট।


পুনশ্চ : ফোনটির প্রসেসর,র্যাম,ক্যামেরা এ সম্পর্কে  কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url