Huawei সম্পূর্ণ একটি নতুন চিপসেট নিয়ে বাজারে আসতে যাচ্ছে।

Huawei এবছরের শুরুতে ঘোষণা করছে Mate 40 series এর পরে যে সিরিজ টি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হতে যাচ্ছে তা হবে Huawei nova.

এবছরের এপ্রিলে হুয়াওয়ে  Nova series এর প্রথম ফোন ' Huawei Nova 7i' নিয়ে আসে, এরই ধারাবাহিকতা তারা এবার নতুন একটি ৫জি ফোন বাজারে আনতে যাচ্ছে Huawei Nova 8.



 

Huawei Nova 7 সিরিজের ফোনগুলুতে হুয়াওয়ে তাদেরর মূলধারা  Kirin Chipset ব্যবাহার করলেও  Huawei nova 8 series এর ফোন গুলুতে তারা ব্যাবহার করতে যাচ্ছে সম্পর্ণ নতুন একটি চিপসেট যার নাম Dimensity.


নতুন এই Chipset টি তৈরি করেছে জনপ্রিয় Android Chipset নির্মাতা প্রতিস্ঠান  MediaTek.


Dimensity সিরিজের সম্পূর্ণ  নতুন দুটি Chipset  বাজারে এনেছে MediaTek।

মডেল গুলি হলো Dimensity 800 এবং Dimensity 1000+(প্ল্যাস) । প্রতিস্ঠানটির তাদের এক বিবৃতিততে বলেছে তাদের এই নতুন 7nm চিপসেট গুলো ৫জি ফোনের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে যা ফ্ল্যাগশিপ ফোনগুলুতে সম্পর্ণ নতুন মাত্রা যোগ করবে।


চীনের একজন টিপসটার থেকে জানা যায় Huawei nova 8 series এর তিনটি মডেল বাজারে আনতে যাচ্ছে প্রতিস্ঠানটি।

টিপসার এক পোস্টে দাবি করেন  Nova 8 SE তে ব্যবাহার করা হবে Dimensity 800 chipset,

এবং Nova 8 Pro তে ব্যাবহার করা হবে Dimensity 1000+ chipset।


সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে বাজারে পাওয়া যাবে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ  ফোনগুলি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url