নেটওয়ার্ক ছাড়াও কল করা যাবে Iphone 13 এ

 আইফোন-১৩ এবছর বাজারে আসার তারিখ 14 সেপ্টেম্বর তার আগেই এই ফোন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন এমনও বলা হচ্ছে এই ফোনে নাকি নেটওয়ার্ক না থাকলে কল করা যাবে

১৪ ই সেপ্টেম্বর রিলিজ হতে যাওয়া অ্যাপলের আইফোন এ থাকতে পারে নেটওয়ার্ক বিহীন কলিং সুবিধা এ বিষয়ে নিশ্চিত করেছে আইফোন বিশষজ্ঞ মিং চি কুও।

IPHONE-13(Source:Internet)

আইফোন ফোন বিশেষজ্ঞ মিং চি কুও এর খবর উপর ভিত্তি করে ব্লুমবার্গ সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে যে নতুন আইফোনের নেটওয়ার্ক না থাকলে কল করা যাবে।

 কোয়ালকম কাস্টমাইজ এক্স-৬০ বেসব্যান্ড সম্বলিত লো আর্থ অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলছে অ্যাপল। নেটওয়ার্ক বিহীন পরিষেবা দেওয়া হবে গ্লোবালস্টারের স্যাটেলাইট ব্যবহার করে আর যদি তাই হয় তাহলে আইফোন-১৩ ই হতে চলছে পৃথিবীর প্রথম নেটওয়ার্ক ফোন যা দিয়ে নেটওয়ার্ক না থাকলেও কলের সুবিধা পাওয়া যাবে । এদিকে ব্লুমবার্গের খবরে বলা হচ্ছে অ্যাপল ছাড়াও আরো কয়েকটি কোম্পানি তাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক বিহীন কলিং সিস্টেম নিয়ে কাজ করছে যদিও ব্লুমবার্গ একথা নিশ্চিত করেছে যে আইফোন এ নেটওয়ার্ক ছাড়াও প্রয়োজনে বার্তা আদান-প্রদানের সুবিধা থাকবে ।

এদিকে গুঞ্জন আছে আইফোন -১৩ থাকবে চারটি ভার্শন তার মধ্যে যথারীতি থাকছে আইফোন 13 প্রো আইফোন -১৩ প্রো ম্যাক্স ,13 মিনি আইফোন -1৩



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url