টিকটক কিনে নিল আমেরিকান ওরাকল

 বহুল আলোচিত টিকটকের আমেরিকার ভার্সণের স্বত্তাধিকার নিলামে কিনে নিল আমেরিকার প্রযুক্তি প্রতিস্ঠান "ওরাকল"।

গত মাসে মার্কিন টিকটক ব্যাবহার কারিদের তথ্য চীনা সরকারকে টিকটক এর নির্মাতা প্রতিস্ঠান বাইটডান্স প্রদান করে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ছবি: টিকটক

এরই ধারাবাহিকতা টিকটম বন্ধ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।কিন্তু মার্কিনিদের কাছে এই এ্যাপটি অনেক জনপ্রিয় হওয়ায়, এবং টিকটক ব্যাবহার কারীদের ভার্চুয়াল আন্দোলনের পরপ্রেসিডেন্ট তার দেশের বাঘা বাঘা প্রযুক্তি কোম্পানি গুলোকে নির্দেশ দেন  সম্পূর্ণ টিকটক এ্যাপটি চীনা কোম্পানি থেকে কিনে নেওয়ার জন্য।


প্রেসিডেন্ট তার দেশের বাঘা বাঘা প্রযুক্তি কোম্পানি গুলোকে নির্দেশ দেন  সম্পূর্ণ টিকটক এ্যাপটি চীনা কোম্পানি থেকে কিনে নেওয়ার জন্য।


শুরুতে এই দৌড়ে অপারেটিং সিস্টেম জায়ান্ট  'মাইক্রোসফ্ট' বাইটসড্যান্সের সাথে কয়েক দফা আলোচনা করে, নিন্তু কোম্পানিটি তাদের এ্যাপটি স্বত্তাধিকার বিক্রি করতে রাজি হয়নি। কিন্তু ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নিষেধাজ্ঞা জন্য চীনা কোম্পানিটি অবশেষে বাধ্য হয়ে টিকটকের আমেরিকান ভার্সণ নিলামে তোলে। 


নিলামের শুরতে 'মাইক্রোসফ্ট' এর পাশাপাশি অন্যান্ন মার্কিন টেক জায়ান্ট কোম্পানির নাম শোনা গেলেও, ওরাকলের কাছে নিলাম বিক্রির পর এক বিবৃতিতে 'মাইক্রোসফ্ট' জানায়, তারা নিলাল থেকে নাম প্রত্যাহার করেছ।


তবে; 

বাইটড্যান্ড তাদেরে টিকটকের আমেরিকান এডিশন প্রযুক্তি প্রতিস্ঠান ওরাকলের কাছে  নিলামে বিক্রি করতে রাজি হলেও, এ-বিষয়ে  পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিবে চীন সরকার।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url