নিজস্ব সেমিকন্ডাক্টর ইন্ড্রাস্ট্রি তৈরি কবরে চায়না

আমেরিকার  চলামান বাণিজ্য নিষেধাজ্ঞায় পরে,একেবারে কোনঠাসা হয়ে পড়তে যাচ্ছে মাথা উচু করতে যাওয়া চীনা প্রযুক্তি খাত। প্রযুক্তিবিদ্যা চীনের ভীত ততটা মজবুত না হওয়ায় চীনা সেমিকন্ডাক্টর খাত এখনো চীনাদের নিয়ন্ত্রণের

ছবি: হাইসিলিকন।

বাইয়ে। আমেরিকার চলমান নিষেধাজ্ঞা জয় করে ক্রমবর্ধমান প্রযুক্ত খাতে ভীত শক্ত করতে নিজেদের সেমিকন্ডাকটর ইন্ড্রাস্ট্রি দাড় করাতে মরিয়া চীন।

প্রযুক্তি বিশেষজ্ঞ'রা মনে করেণ সেমিকন্ডাক্টর খাতে চীনারা ইউরোপিয়ানদের অনেক অনেক পিছিয়ে,তাই তারা যে অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে ত কতটা সফল হবে সেটা সন্দিহান।(সূত্র: CNBC)।


 সিএনবিসি জানায় "সেমিকন্ডাক্টররা কনজিউমার ইলেক্ট্রনিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।  যেহেতু প্রতিনিয়ত ইলেকট্রনিক্স   ডিভাইস গুলো "স্মার্ট" হয়ে আসছে এবং ইন্টারনেটের সাথে  সংযুক্ত থাকছে, সেগুলি নতুন নতুন ক্ষেত্রগুলিতে, যেমন অটোমোবাইলগুলিতে  দিনে দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।  আর সে কারণেই চীন শক্তিশালী খেলোয়াড় হতে চায়।"

  

 আর ক্রমবর্ধমান এই সেমিকন্ডাক্টর খাতের আধিপত্য চীনাদের জন্য হারাতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তাইওয়ানের টিএসএমসি( TSMC)  এবং স্যামসাংয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার স্যামসাং সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে।  যখন এটি ডিজাইনের "সরঞ্জামগুলির" কথা আসে তখন যুক্তরাষ্ট্রের কথা আসে,একটি সেমিকন্ডাক্টর কি কি কাজ করছে কিভাবে তা তৈরি তরা যাবে,কোন কোন লজিস্টিক সার্পোটে প্রয়োজন এগুলোতে সেরা আমেরিকা/ইউরোপের কোম্পানিগুলো। টিএসএমসি(TSMC)  এবং স্যামসাংয় যে সকল সেমিকন্ডাক্টর তৈরি করে তাদের সকল "কারিগরি" সহায়তায় করে আমেরিকার কিছু কম্পানি। 


এই বছরের শুরুর দিকে, "ওয়াশিংটন একটি নিয়ম সংশোধন করেছে যার ফলে হুয়াওয়ের কাছে সেমিকন্ডাক্টর বিক্রির আগে বিদেশী নির্মাতারা মার্কিন চিপমেকিং সরঞ্জাম ব্যবহার করার জন্য লাইসেন্স নিতে হবে।"

 

যদিও হুয়াওয়ে, বর্তমানে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা, হুয়াওয়ে তাদরে  নিজস্ব চিপস(HiSilicon) তাদের ফোনে ব্যাহার করে আসছে, যা  তাইওয়ানের চিপসেট নির্মাতা  ফার্ম TSMC দ্বারা তৈরি ।চিপসোট তৈরিতে , TSMC যে লজিস্টিক  গিয়ার ব্যবহার করে তা আমেরিকান কোম্পানির তৈরি ।  ওয়াসিংটনের "সংশোধিত" আইন মানতে  মার্কিন কোম্পানি গুলো  TSMC কে হুয়াওয়ের সাথে চুক্তি বাদ দিতে যাচ্ছে, যা কার্যকর হবে আগামী ১৫  সেপ্টেম্বরেরর পরে। 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url