বাংলাদেশের প্রথম মাল্টিপ্লেয়ার গেম এনহাইলেশন

আসছে বাংলাদেশি প্রথম ব্যাটেল রয়্যাল সাইন্স-ফ্রিকশন গেম "এনহাইলেশন"

  •    সমগ্র এশিয়ার মধ্যে এনহাইলেশন ই প্রথম সাইন্স-          ফিকশন ভিত্তিক প্রথম গেম।
  •   বাংলাদেশি প্লটে নির্মিত প্রথম ব্যাটেল রয়্যাল গেম।
 একজন মহিলা 'পালস রাইফেল' নিয়ে গোলাগুলি করছে তাও আবার স্যালোয়ার কামিজ পড়ে এমন দৃশ্য কখনো কোনো গেমে দেখেছেন?।
এনহাইলেশন (উৎস:ফেসবুক)
'এনহাইলেশন' গেমে থাকছে এমনি একটি ক্যারেক্টার যাতে দেখা যাবে একজন মহিলা সালোয়ার কামিজ পবে ঢাকার  রাস্তায় ব্যাটেল ফিল্ডে গোলাগুলি করছেন।

              গেমের প্লট

গেমটিতে দেখা যাবে, একদল এলিয়ন তাদের বিশেষ উদ্দেশ্য কায়েম করারা জন্য ঢাকায় আক্রমন করছে।ঢাকাকে এলিয়নদের হাত থেকে বাঁচাতে,সারা শহর জুড়ে কয়েকজন লোক অস্ত্র হাতে এলিয়নদের সাথে লড়ছে,তাদের নিজেদের এবং শহর কে এলিয়নদের হাত থেকে রক্ষা করতে।

এনহাইলেশন (সংগ্রহীত) 
'ক্রাইসিস এন্টাররটেইনমেন্ট' এর ব্যানারে নির্মিত" এনহাইলেশন" গেমটি রহসোদঘাটন"ধারার গেম যাতে থাকছে মাল্টিপ্লেয়ার গেমিং সুবিধা।

গেমটিতে থাকছে  ৫০ জন আলাদা আলাদা গেমারেরর একসাথে নামার সুবিধা কিন্তু বর্তমানে একসাথে ৮ জন মিলে গেমটি খেলতে পারবেন। 

গেমটিতে বর্তমানে একটি প্লটে খেলা গেলেও,পরবর্তী সংস্করণে আরো নতুন ৩ টি প্লট যুক্ত হবে,এমনটি জানিয়েছেন ক্রাইসিস এন্টারটেইনমেন্ট।


          হার্ডওয়্যার 

গেমটি খেলার জন্য সর্বনিম্ন হার্ডওয়্যার

প্রসেসর               :  Core I3 6th generation

গ্রাফিক্স               : NVIDIA GTX 960

র্যাম (RAM)         : 6 GB

ওএস                   : Windows 8

ডিরেক্ট এক্স(X)    : Version 10

স্পেস                   : 25 GB

           রিলিজ 

গেমটি এবছরের শেষের দিকে রিলিজ হতে পারে STEM, XBOX এবং Play station এই তিনটি প্ল্যার্টফর্মে। ক্রাইসিস এন্টারটেইনমেন্ট তাদের এক পোষ্টে গেমটটি স্মার্টফোন সংস্করণে রিলিজ করবে বলে জানিয়েছে।তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যার্টফর্মে কবে গেমটি রিলিজ হতে পারে এ বিষয়ে কোন তথ্য  জানা যায় নি।

ধারণা করা হচ্ছে, গেম টি অ্যান্ড্রয়েডে রান করতে ৩ জিবি র্যাম (RAM) প্রয়োজন হতে পারে। জিপিইউ, প্রসেসর  যাই হোক না কেন,র্যাম ৩ জিবি হলেই গেমটি রান করা যাবে।

      



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url